ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জাতীয় শোক দিবস: চুয়েটে আগামীকাল দিনব্যাপী কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ১৪ আগস্ট ২০১৮

স্বাধীনতার স্থপতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

আগামীকাল বুধবার শোক দিবসের প্রথম প্রহরে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ উপলক্ষে চুয়েট পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চুয়েট জাতীয় দিবস উদ্যাপন কমিটির সভাপতি এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্য চিত্র উপস্থাপন, পুরকৌশল বিভঅগের সেমিনার কক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত ইত্যাদি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি