ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জাতীয় সংসদ ভবনের সামনে ইন্দিরা রোডের রাস্তাটি প্রায়ই ডুবে থাকে স্যুয়ারেজের পানিতে

প্রকাশিত : ১৭:৫২, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৫৪, ২৪ মার্চ ২০১৬

জাতীয় সংসদ ভবনের সামনে ইন্দিরা রোডের রাস্তাটি প্রায়ই ডুবে থাকে স্যুয়ারেজের পানিতে। এরিমধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। নোংরা পানিতে ডুবে আছে পার্শ্ববর্তী রাজাবাজারও। যাতায়াতে বেহাল অবস্থার কারণে এলাকা ছাড়ছেন কেউ কেউ। indira roadফার্মগেট থেকে ইন্দিরা রোড হয়ে এ রাস্তা গেছে রাজাবাজার, ধানমন্ডি, কলাবাগান আর সোবহানবাগে । স্যুয়ারেজের পানিতে ডুবে থাকায় বন্ধপ্রায় স্বাভাবিক যান চলাচল। যারা হেঁটে যাতায়াত করতেন তাদের অধিকাংশই এখন রিক্সায় পৌঁছান গন্তব্যে। আবার বাড়ির এপাশ থেকে ওপাশে যেতে, খেয়া পারাপারের মতো রিক্সায় দিতে হচ্ছে ২০ টাকার মতো। জলাবদ্ধতা দূর করতে এলাকাবাসী রাস্তায় বসিয়েছে শ্যালো মেশিন। এতে এক-দু’দিন ভালো থাকলেও চার দিনের দিন আবারও বেহাল অবস্থা। এলাকার কাউন্সিলর বলছেন, চেষ্টার ত্রুটি নেই। ইন্দিরা রোড ছাড়াও দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে আছে রাজাবাজারের বেশ কিছু বাড়ির নিচতলা। এরিমধ্যে এলাকা ছেড়েছেন অনেক ভাড়াটিয়া।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি