জাতীয় সমবায় দিবস আজ
প্রকাশিত : ১০:০৮, ৪ নভেম্বর ২০১৭
আজ শনিবার জাতীয় সমবায় দিবস। এবারের ৪৬তম সমবায় দিবসের প্রতিপাদ্য হলো- ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’।
দিবসটি উপলক্ষে পৃথক বাণীতে দেশের সব সমবায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে- বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা।
স্থানীয় সরকার মন্ত্রনালয় সূত্র জানিয়েছে, দেশে এই মুহূর্তে ১ লাখ ৭৫ হাজার ৭৭০টি নিবন্ধিত সমবায় প্রতিষ্ঠানে ১ কোটি ৬ লাখ ৯০ হাজার ৭২৮ জন সদস্য রয়েছেন। তাদের কার্যকরী মূলধন প্রায় ১৪ হাজার ৫৪ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৩২ কোটি টাকা।
/ আর / এআর
আরও পড়ুন