ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

জাতীয় সম্মেলনে হঠাৎ মঞ্চে কমলা, ব্যাপক উচ্ছ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২০ আগস্ট ২০২৪ | আপডেট: ১১:২৫, ২০ আগস্ট ২০২৪

গাজা ইস্যুতে বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের শিকাগোতে শুরু হয়েছে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলন। প্রথম দিন সবাইকে অবাক করে হঠাৎ মঞ্চে হাজির হন প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এসময় দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। 

হ্যারিস বলেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাট দলের সঙ্গে দীর্ঘ পথ চলার প্রতি শ্রদ্ধা জানাতেই তার আগমন। প্রার্থী হিসেবে তাকে সমর্থন দেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান হ্যারিস। 

সম্মেলনের প্রথম দিনে প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের পরে কমলা হ্যারিসের বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তার আগেই সেখানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন তিনি।

সম্মেলনে আজ বিদায়ী বক্তব্য রাখেন জো বাইডেন। বাইডেন যখন মঞ্চ উঠেন তখন তার চোখ বেয়ে পানি ঝরছিল। মঞ্চে উঠার সঙ্গে সঙ্গেই জনতা 'ধন্যবাদ জো' বলে স্লোগান দিতে থাকে। দাঁড়িয়ে বাইডেনকে করতালির মাধ্যমে অভিবাদন জানায়।

ভাষণে বাইডেন বলেছেন, আপনারা কী কমলা হ্যারিস ও টিম ওয়ালসকে নির্বাচিত করতে প্রস্তুত। এতে উচ্ছ্বসিত জনতা হ্যাঁ সূচক সম্মতি দেন। এ ছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গা প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। বাইডেন বলেছেন, মার্কিন রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। 

এরইমধ্যে বক্তব্য রেখেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সম্মেলনে যোগ দিয়েছেন ৪ হাজারের বেশি নেতাকর্মী।

চারদিন ব্যাপী এ সম্মেলনের শেষ দিনে প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিস ও ভাইস প্রেসিডেন্ট পদে টিম ওয়ালজকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয়া হবে। 

এদিকে বাইডেন প্রশাসনের ইসরায়েল ঘেঁষা নীতির প্রতিবাদে সম্মেলন স্থলের বাইরে চলছে বিক্ষোভ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি