জাতীয় স্বার্থেই বিশ্ব একাদশকে সাকিবের না
প্রকাশিত : ১৫:৫০, ১৭ মে ২০১৮
সাকিব আল হাসান আফগানিস্তানের বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজে নিজের সেরাটা দিতে চান। তাই ভ্রমণক্লান্তি এড়াতেই লর্ডসে বিশ্ব একাদশের হয়ে খেলবেন না তিনি। তবে আইসিসিকে বলেছেন কারণটা ‘ব্যক্তিগত’। সাকিব আল হাসান যে ৩১ মে বিশ্ব একাদশের জার্সি গায়ে লর্ডসের ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছেন, সেটি কিছুটা জাতীয় স্বার্থেও। আফগানিস্তান সিরিজে নিজের সেরাটা দিতেই এড়াতে চেয়েছেন ভ্রমণক্লান্তি। বিশ্ব একাদশ থেকে প্রত্যাহার করে নিয়েছেন নিজেকে।
সাকিব আল হাসান বলেন, আইপিএলে আমাদের ফাইনালে যাওয়ার সুযোগ আছে। তা ছাড়া এমনিতেই অনেক দিন ধরে খেলছি, মৌসুমটা বড়। ২৯ মে যদি আমি ইংল্যান্ডে উড়ে যাই, ৩১ তারিখে খেলে আবার ১ জুন ফিরে আসতে হবে। এরপর ৩ তারিখে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। আমার জন্য এটা ক্লান্তিকর হয়ে যায়।
তবে বিশ্ব একাদশে বাংলাদেশের আরেক প্রতিনিধি তামিম ইকবাল পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই যাচ্ছেন লর্ডসে।
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটির চেয়ে আফগানিস্তান সিরিজটাকেই দেখছেন বড় করে বলে জানা গেছে।
বিশ্ব একাদশ থেকে সাকিবের নাম প্রত্যাহারের সিদ্ধান্তের কথা কালই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইসিসি। শিগগিরই তার বদলিও নেওয়া হবে। এর আগেই অবশ্য নেপালের তরুণ লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানেকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
এসএইচ/