জাতীয় স্মৃতিসৌধে ১১ দেশের ১৩ সেনাকর্মকর্তার শ্রদ্ধা
প্রকাশিত : ১২:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৪:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২৪
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্বের ১১টি দেশের ১৩ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই’র মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে ভারত, মিয়ানমার, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, চীন, ইন্দোনেশিয়া, নেপাল, প্যালেসটাইন, তুরষ্কের সেনা কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, লে. কর্নেল জন ডেম্পসি, অস্ট্রেলিয়া, সিনিয়র কর্নেল ডু জিংসেন, চায়না, ব্রিগেডিয়ার মানমিত সিং সাবারওয়াল, ভারত, কর্নেল আজওয়ান আব্দি, ইন্দোনেশিয়া, ব্রিগেডিয়ার সো ন্যুয়েত, মায়ানমার, ব্রিগেডিয়ার রোশান শামসের রানা, নেপাল, কর্নেল মাহমুদ সারাওনাহ, প্যালেস্টাইন, কর্নেল সারগেই ভিক্টরোভিচ নেয়দেনভ্, রাশিয়া, লেঃ কর্নেল আলেক্সি ইয়্যুরিভিচ তেরেকভ, রাশিয়া, কর্নেল এরদাল শাহীন, তুর্কি, লে. কর্নেল জন ক্র্যাফোর্ড ম্যাকলিলান স্কর্ট, যুক্তরাজ্য, লে. কর্নেল মাইকেল এরিক দ্যিমেশেই, যুক্তরাষ্ট্র, মেজর ইয়ান লিওনার্দ, যুক্তরাষ্ট্র।
তারা বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।
পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর এবং স্মৃতিসৌধ পরিদর্শন করেন তারা। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তারা একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন।
এএইচ
আরও পড়ুন