ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাপানিরা ভূমিকম্প ও সুনামির কথা ৫ বছর পরও ভুলতে পারেনি

প্রকাশিত : ১১:২১, ১১ মার্চ ২০১৬ | আপডেট: ১১:২১, ১১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

পাঁচ বছর পরও ইতিহাসের ভয়াবহ ভূমিকম্প ও প্রলয়ংকরী সুনামির কথা ভুলতে পারেনি জাপানিরা। প্রতিবছরের মতো এবারও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাপানবাসী। নানা প্রতিকূলতার মধ্যেও ভয়াবহ ওই প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতি অনেকটা কাটিয়ে উঠেছে জাপান৷ তবে, এখনও কিছু মানুষ ফিরতে পারেনি নিজের ঘরে। চলছে পুনর্বাসনের কাজ। ২০১১ সালের এই দিনে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সমুদ্র উপকূলে আঘাত হানে ৯ মাত্রার ভূমিকম্প। এরপরই শুরু হয় প্রলয়ঙ্করী সুনামি। লন্ডভন্ড করে দেয় পুরো দেশকে। ভয়াবহ বিপর্যয় ঘটে ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। প্রাণ হারায় ১৬ হাজারের বেশি মানুষ। আড়াই হাজার মানুষ এখনো নিখোঁজের তালিকায় রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি