ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাপানে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ৮ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

জাপানের দক্ষিণাঞ্চলের কিয়ুশু এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই অঞ্চলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) রয়টার্সকে জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১। পশ্চিমের প্রধান দ্বীপ কিউশুতে মিয়াজাকি থেকে দূরে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। 

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে এ ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, মিয়াজাকিতে ইতিমধ্যেই ৫০ সেমি (২০ ইঞ্চি) পর্যন্ত উচ্চতর তরঙ্গ লক্ষ্য করা গেছে।

দেশটির মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পের পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। পাশাপাশি সরকার ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি পরীক্ষা করছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি