ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

জাপানে সুপ্ত আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ১১ মার্চ ২০১৮

জাপানের সুপ্ত শিনমোয়েদাকে আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ শুরু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে মিয়াজাকি ও কাগোশিমা প্রিফেকচারের মধ্যবর্তী এলাকায় অবস্থিত এ আগ্নেয়গিরিটি।

এ আগ্নেয়গিরিতে ২০১১ সালেও লাভ উদগীরণ হয়েছিল। সেই সময় শত শত মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছিল।

এই আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা পাথরখন্ড জ্বালামুখ থেকে উড়ে চার কিলোমিটার দূরে গিয়ে পড়তে পারে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়েছে, শিনমোয়েদাকে আগ্নেয়গিরি থেকে বেশ কিছু দিন ধরেই ছাই উড়ে আসছিল। তবে গতকাল শনিবার ভোর থেকে সেটি আরও বেশি বিস্ফোরন্মুখ হয়ে ওঠে। পূর্বাভাসে বলা হয়েছে, এই আগ্নেয়গিরির উদগীরণ আগামী কয়েক মাস ধরে চলতে পারে।

জানা গেছে, আগ্নেয়গিরিটি সচল হয়ে ওঠার পর জ্বালামুখ থেকে ১৫ হাজার ফুট ওপরে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এর একপাশ থেকে গলিত লাভা বেরিয়ে আসতে দেখা গেছে।

তথ্যসূত্র: বিবিসি।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি