ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

জাপোরিঝিয়ায় ভয়াবহ রুশ হামলা, শিশুসহ নিহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ৭ মার্চ ২০২৩

ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে ভয়াবহ রুশ হামলায় শিশুসহ কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। 

ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে। 

শহরের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। শহরের বহু ভবন রুশ হামলায় বিধ্বস্ত হয়েছে।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের এক নারী ও দুই শিশু নিহত হয়েছেন। খেরসন অঞ্চলের পোনিয়াতিভকা গ্রামের একটি বাড়িতে আঘাত করে রাশিয়ার ছোড়া গোলা। 

তবে, ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছে, বাখমুতে পরিস্থিতি কঠিন হলেও তা নিয়ন্ত্রণে আছে। 

ইউক্রেনের সেনাপ্রধান বলেন, বাখমুত পুরোপুরি ঘেরাও করে ফেলতে চাইছেন তারা। তবে আমরা তা হতে দেব না। বাখমুতে গত কয়েক দিন ধরে চলছে তুমুল লড়াই। দুর্গের মতো শহরটিকে রক্ষা করবেন ইউক্রেনীয় সেনারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি