ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাবিতে প্রক্সি দিতে এসে রাবি-জবি শিক্ষার্থী আটক, ১ বছরের জেল

জাবি প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৫৮, ২০ জুন ২০২৩ | আপডেট: ০৯:১৫, ২০ জুন ২০২৩

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অপরাধে ২ যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৯ জুন) রাত ১০টায় নিবার্হী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম সোহাগ এ দণ্ড প্রদান করেছেন বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান।

আটক সোহেল রানা (২৮) রাজশাহী জেলার বাগমারা উপজেলার সোহাগ আলির ছেলে। আরেক অপরাধী মোস্তাফিজুর রহমান শাকিল (২৩) ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলার নূরুল ইসলামের ছেলে।

ভর্তি জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট দুই অপরাধীর শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ৩ (খ) ধারা অনুযায়ী ও ভ্রাম্যমান আদালত আইন-২০০৯ অনুযায়ী অপরাধীদেরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ দিনের অতিরিক্ত কারাদণ্ড দেয়া হয়েছে।

এর আগে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ৩য় শিফট চলাকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষ থেকে সোহেল রানা এবং ৪র্থ শিফটের পরীক্ষায় বিজনেস স্টাডিজ অনুষদের ২৪নং কক্ষ থেকে মোস্তাফিজুর রহমান শাকিল নামের দুই যুবককে আটক করা হয়।

জানা যায়, সোহেল রানা নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। নাজমুল নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে ৩০ হাজার টাকার বিনিময়ে তিনি এ পরীক্ষা দিতে আসেন বলে জানান।

অপরদিকে জগন্নাথ বিশ্বিবদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র মোস্তাফিজুর রহমান শাকিল (২৩) মুঈন তাজদীদ মাহি নামের এক শিক্ষার্থীর হয়ে পরীক্ষায় বসেন। শাকিল বলেন, জামালপুরের হাসানুজ্জামানের সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে চুক্তি হয় তার। মোট ৪টি ইউনিটের পরীক্ষা দিয়ে যেকোন একটিতে সুযোগ পেলেই টাকা দেওয়া হতো। 
গতকাল ‘সি’ ও ‘সি-১’ ইউনিটে পরীক্ষা দেওয়ার বিষয়টিও স্বীকার করেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি