ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জাবিতে ৬ দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ২৬ ডিসেম্বর ২০১৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দর্শনার্থী ও বহিরাগতদের আগামী ছয় দিন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার জানান, বেড়ানো, শিক্ষা সফর, যে কোনো ধরণের শ্যুটিংসহ সব ধরণের কাজে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আগামী ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ কারণেই এই নিষেধাজ্ঞা।

এছাড়া আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে রিকশা চলাচলের ওপরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সূত্র: ইউএনবি

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি