ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জাবির ইতিহাস বিভাগের অ্যালামনাই’র নতুন কমিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ১ ফেব্রুয়ারি ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) বেলা ৩টায় বিভাগের সভাপতির কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। 

সদস্যদের উপস্থিতিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ (৭ম ব্যাচ)-এর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সভাপতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। 

সভার শুরুতেই গত ১৭ নভেম্বর ২০২২ থেকে ১৭ ডিসেম্বর ২০২২ এক মাস ব্যাপী আয়োজিত ইতিহাস বিভাগের সুবর্ণ জয়ন্তী ও তৃতীয় পুনর্মিলনী সফল ভাবে আয়োজন করায় উদযাপন কমিটিকে ধন্যবাদ জানোনো হয়। সভায় নিয়মিত বিষয়গুলো আলোচনা ও অনুমোদনের পর নতুন কমিটি নির্বাচন করা হয়। এই কমিটি আগামী তিন বছর ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করবে।

শুরুতে ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সদস্যগণ বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি (১৩তম ব্যাচ)কে কমিটির পৃষ্ঠপোষক হিসেবে নাম প্রস্তাব করলে সকলেই তা সমর্থন করেন। 

এরপর পনের সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী মাশহুদা খাতুন শেফালী (৫ম ব্যাচ) নতুন কমিটির সভাপতি হিসেবে মো. জাহাঙ্গীর আলম (১৫তম ব্যাচ)-এর নাম প্রস্তাব করেন এবং মো. জহিরুল ইসলাম ধীমান (১৪তম ব্যাচ) তা সমর্থন করেন। সকলে সম্মতি জানান এবং করতালির মাধ্যমে প্রস্তাবটি অনুমোদিত হয়। 

ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন নব নির্বাচিত কমিটি (২০২৩-২০২৫) পৃষ্ঠপোষক এ কে এম এনামুল হক শামীম, ব্যাচ ১৩।     

উপদেষ্টা পরিষদ: অধ্যাপক ড. তাইবুল হাসান খান ২, শেলীনা আখতার, ব্যাচ ৩, এম এ জলিল, ব্যাচ ৪, মাশহুদা খাতুন শেফালী, ব্যাচ ৫, অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ, ব্যাচ ৭,  মুহম্মদ খায়রুল আলম, ব্যাচ ৮, মহব্বত হোসেন, ব্যাচ ৯, সৈয়দ ইউসুফ মাহমুদ আলী রতন, ব্যাচ ১০, মো. কামরুল ইসলাম, ব্যাচ ১১, চিত্র মিত্র মজুমদার, ব্যাচ ১২, আবদুল্লাহ আল ফারুক, ব্যাচ ১২, অধ্যাপক ড. মো. আবদুল্লাহ হেল কাফী, ব্যাচ ১৩, নিলুফা সুলতানা চৌধুরী, ব্যাচ ১৩, মো. জহিরুল ইসলাম ধীমান, ব্যাচ ১৪, রওশন আরা ডেইজি, ব্যাচ ১৪।

কার্যকরি কমিটি সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ব্যাচ ১৫, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী তপন, ব্যাচ ১৫, সহ-সভাপতি মো. আজম খান, ব্যাচ ১৪ ফারুক দেওয়ান, ব্যাচ ১৫, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, ব্যাচ ২২, (বিভাগীয় চেয়ারম্যান, পদাধিকার বলে), যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইকরাম সাকী, ব্যাচ ২০, সৈয়দ বখতিয়ার উদ্দিন মাহমুদ সোহেল, ব্যাচ ২০, কোষাধ্যক্ষ হোসনে আরা, ব্যাচ ২৪, তথ্যপ্রযুক্তি, গবেষণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মাহমুদুজ্জামান, ব্যাচ ২২, সহ-তথ্যপ্রযুক্তি, গবেষণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর স্বপন, ব্যাচ ২৮, শিক্ষা, পাঠাগার ও সাহিত্য সম্পাদক ড. জেসমিন সুলতানা, ব্যাচ ১৯, সহ -শিক্ষা।

পাঠাগার ও সাহিত্য সম্পাদক ফারহানা নাসরিন নিপা, ব্যাচ ২৪, ছাত্র কল্যাণ সম্পাদক মোহা. আবদুস সালাম, ব্যাচ ২২, সহ-ছাত্র কল্যাণ সম্পাদক খালেদা আক্তার, ব্যাচ ৪১, সাংস্কৃতিক সম্পাদক ড. পিংকি সাহা, ব্যাচ ৩২, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাজেদা বেগম আঁখি, ব্যাচ ৩৯, ক্রীড়া সম্পাদক ফারুক আহাম্মদ, ব্যাচ ২০, সহ-ক্রীড়া সম্পাদক হাসান আল মনসুর, ব্যাচ ২২, জনসংযোগ সম্পাদক খান মো ইকবাল হোসেন, ব্যাচ ৩০, সহ- জনসংযোগ সম্পাদক মো. সাহেদ বাগমার, ব্যাচ ৩৩, দপ্তর সম্পাদক মো. শামসুদ্দোহা মণি, ব্যাচ ৩৫, সহ দপ্তর সম্পাদক এস এন সোহেল রানা, ব্যাচ ৪৫, ভ্রমণ ও আপ্যায়ন সম্পাদক এ এম আল মামুন, ব্যাচ ২১, সহ-ভ্রমণ ও আপ্যায়ন সম্পাদক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম জহির, ব্যাচ ২২, পরিবেশ, উন্নয়ন ও স্বেচ্ছাসেবা সম্পাদক শেখ মো. তৌফিক ইমাম কর্নেল, ব্যাচ ২১, সহ-পরিবেশ, উন্নয়ন ও স্বেচ্ছাসেবা সম্পাদক মো. হারুন অর রশীদ সেলিম, ব্যাচ ৩০, বিভাগের সকল শিক্ষক পদাধিকার বলে এবং প্রত্যেক ব্যাচ থেকে একজন করে শ্রেণী প্রতিনিধি সদস্য কার্যকরি কমিটির সদস্য হিসেবে বিবেচিত হবেন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি