ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জাবির উন্নয়ন প্রকল্পের ১৪৪৫ কোটি টাকা একনেকে অনুমোদন

প্রকাশিত : ১১:৩৩, ২৪ অক্টোবর ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের জন্য ১৪৪৫ কোটি ৩৬ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ প্রকল্পের অনুমোদন দেওয়া দেন।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ তথ্য জানান।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

একাডেমিক, আবাসিক এবং অন্যান্য সুবিধা সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন এবং গুণগত ও মানসম্পন্ন শিক্ষার জন্য উপযুক্ত শিক্ষাদান ও শিক্ষার পরিবেশ সৃষ্টি করা এবং শিক্ষা ও গবেষণা উপকরণ সরবরাহের মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প পাস করা হয়েছে। প্রকল্পের কাজ চলতি বছরের অক্টোবরে শুরু হয়ে ২০২২ সালের মার্চে শেষ হবেও বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এ প্রকল্পের আওতায় ১০তলা করে ছাত্র-ছাত্রীদের  ছয়টি আবাসিক হল, ১০ তলা করে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পাঁচটি এবং কর্মচারীদের জন্য তিনটি আবাসিক ভবন নির্মাণ, একটি লেকচার থিয়েটার ও পরীক্ষার হল, একটি প্রশাসনিক ভবন, সাত তলা বিশিষ্ট একটি নতুন লাইব্রেরি ভবন ও একটি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ করা হবে।

এছাড়া বিদ্যমান ভবনগুলোর মধ্যে থেকে পাঁচটি ভবনের আধুনিকায়ন ও উর্দ্ধমুখী সম্প্রসারণসহ একটি পিক আপ, একটি মিনিবাস ও দুইটি অ্যাম্বুলেন্স কেনার কথা রয়েছে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি, সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফন্ট ও সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ শেখ মো. মঞ্জুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি