জাবির কামাল উদ্দিন হলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর
প্রকাশিত : ২৩:৪২, ৯ জুলাই ২০১৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের নতুন প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম নির্মিতব্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।
এ সময় উপাচার্য বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই এ ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হবে। নতুন প্রশাসনিক ভবন নির্মাণ সম্পন্ন হলে এ হলে আরও অতিরিক্ত ২০ জন ছাত্রের আবাসিক সুবিধা বৃদ্ধি পাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে হলের প্রশাসনিক ভবনটি একতলা নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হল প্রভোস্ট সিকদার মো. জুলকারনাইন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরুল আলম, সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবদুস সালাম শরীফ, ভারপ্রাপ্ত জনসংযোগ পরিচালক আবদুস সালাম মিঞা প্রমুখ।
এমএইচ/ এসএইচ/
আরও পড়ুন