ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, বিতর্কিতরাও আছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ৮ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৯:২৩, ৮ জানুয়ারি ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রদলের ১৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ আট বছর পর ঘোষিত এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ৫৬ জন ও সদস্য হিসেবে ১১৯ জনের নাম এসেছে। এছাড়া নারী সদস্য হিসেবে মাত্র ৩ জনের নাম পাওয়া গেছে।

বুধবার (৮ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।

আহ্বায়ক জহির উদ্দিন বাবর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৯ ব্যাচ) সাবেক শিক্ষার্থী ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক দর্শন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের (৪০ ব্যাচ) সাবেক শিক্ষার্থী।

কমিটির নেতৃত্বে থাকা ব্যক্তিদের অধিকাংশের ছাত্রত্ব শেষ হয়েছে প্রায় ৭ থেকে ১০ বছর আগে। তাছাড়া পূর্বে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ও বিতর্কিত একাধিক শিক্ষার্থী আহ্বায়ক কমিটিতে জায়গা পেয়েছে বলে জানা গেছে। আবার সিভি জমা না দেয়া একাধিক শিক্ষার্থীর নাম কমিটিতে এসেছে বলে অভিযোগ উঠেছে। 

কমিটিতে ১১৩ নাম্বার সদস্য হিসেবে নাম থাকা ভূগোল ও পরিবেশ বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী হাসিব বিন আব্দুল হাই বলেন, “ক্যাম্পাসে ছাত্রদলের কোনো মিছিল-মিটিং এ অংশগ্রহণ করিনি। আমি কমিটিতে পদ পাওয়ার জন্য সিভিও জমা দেইনি। তারপরেও কিভাবে কমিটিতে আমার নাম এসেছে আমি জানিনা।”

নব্য এ কমিটিতে সদস্য পদ পাওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান অতীতে ছাত্রলীগের ঘনিষ্ঠতার ছিলেন বলে জানা গেছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মোস্তাফিজুর রহমান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্টে লিখেন, "যাকে বিকল্প মনে করতেছেন সে আরও বড় ডাকাতিনি।" 

পোস্ট শেয়ারের বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, ৫ আগস্টের পরে এই পোস্টের স্কিনশট আমাকে একজন দেখাচ্ছিল কিন্তু আমি এরকম কোনো পোস্ট শেয়ার করিনি। এটা কেউ হয়তো ইডিট করে কেমনে কি করছে আমি আসলে জানি না। আমি ছাত্রদলের সাথে সংযুক্ত। কিন্তু কমিটিতে আমার নাম এসেছে কি না তা সিনিয়রদের সাথে কথা বলে জানতে হবে।

নবনিযুক্ত আহবায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘দীর্ঘদিনের অচলায়তন ভেঙে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের একটি সাংগঠনিক কাঠামো উপহার দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমান, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঢেলে সাজানোর জন্য স্বল্পকালীন কমিটি, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো হল কমিটি, ফ্যাকাল্টি এবং বিভাগ কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর করবো ইনশাআল্লাহ।

আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী সোহেল রানাকে সভাপতি ও ৩৮তম ব্যাচের আবদুর রহিম সৈকতকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।

এমকে/এসএস//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি