ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

জাবি প্রক্টরের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন ফিরোজ-উল-হাসান

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৫, ৭ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ. স. ম ফিরোজ-উল-হাসান। আগামী ১ বছরের জন্য তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৬ নভেম্বর) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে নানা পদে অস্থায়ী দায়িত্ব দিয়েই চলে আসছিল। কিন্তু দায়িত্বগুলোতে পূর্ণাঙ্গতা না থাকায় মাঝে মাঝেই বিভিন্ন জটিলতাার সৃষ্টি হচ্ছিল। প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য স্থায়ী নিয়োগ দেওয়ার উদ্যোগ। প্রক্টর পদে স্থায়ী নিয়োগ এরই অংশ। পর্যায়ক্রমে অন্যান্য পদেও স্থায়ী নিয়োগ দেওয়া হবে।’

স্থায়ী দায়িত্ব পেয়ে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘প্রায় ৪ বছর ধরে ক্যাম্পাসে প্রক্টরের দায়িত্ব পালন করছি। কখনও মনে হয়নি স্থায়ী নাকি ভারপ্রাপ্ত দায়িত্বে আছি। সবসময় মনে করেছি ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা রক্ষা মূল দায়িত্ব। আগামী দিনেও ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো। এ পদে আমাকে যোগ্য বিবেচনা করার জন্য উপাচার্য মহোদয়সহ সিন্ডিকেট সদস্যদেরকে ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০১৯ সালের ২ জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করে আসছেন সহযোগী অধ্যাপক আ. স. ম ফিরোজ-উল-হাসান। এর আগে ২০১৮ সালের ১ নভেম্বর সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হন তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি