ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জামানতে জামিনে পেলেন কাতালোনিয়ার ৫ নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ১০ নভেম্বর ২০১৭

কাতালোনিয়ার স্বাধীনতাকামী ৫ গুরুত্বপূর্ণ নেতাকে অবশেষে জামিনে মুক্তি দিয়েছে স্পেনের হাইকোর্ট। কাতলোনিয়ার বরখাস্ত সরকারের সাবেক স্পিকার ফোর্কাদেলকে দেড় লাখ ইউরো এবং বাকি চার জন সংসদ সদস্যের প্রত্যেককে ২৫ হাজার ইউরো জামানত দেওয়ার শর্তে তাদের জামিন দেন আদালত।

তবে জামানতের অর্থ জমা দেওয়ার পূর্বে মুক্তি পাচ্ছেন না তারা। বৃহস্পতিবার বিচারপতি পাবলো লারেরা এ আদেশ দেন। জামানতের অর্থ জমা দেওয়ার পূর্ব পর্য্ন্ত তাদের মাদ্রিদের বাইরে অবস্থিত আলকালা মেকো কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শর্তসাপেক্ষে কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত নেতা কার্লোস পুজেমন এবং তার চার মন্ত্রীকে মুক্তি দেন বেলজিয়ামের এক বিচারপতি। স্পেনের আদালত ইউরোপিয়ান গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই পুজদেমন ও তার সরকারের বেশ ক’জন মন্ত্রী বেলজিয়ামের আদালতে আত্মসমর্পণ করেন।

সুত্র: গার্ডিয়ান

এমজে/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি