ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

জামালপুরে ট্রেনে আগুন, পুড়ে গেছে তিনটি বগি

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৪, ১৯ নভেম্বর ২০২৩

সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের আগের রাতে জামালপুরের সরিষাবাড়ি স্টেশনের কাছে যমুনা ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। পুড়ে যায় তিনটি বগি। আহত হয়েছে অন্তত ৪ জন। এদিকে, ঢাকাসহ কয়েকটি স্থানে বাস ও কাভার্ডভ্যানেও আগুন দেয় দুর্বৃত্তরা। 

শনিবার রাত একটা সাত মিনিটে ঢাকা থেকে যাওয়া তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন সরিষাবাড়ি স্টেশনে থামে। তিন মিনিট যাত্রাবিরতির পর স্টেশন ছাড়ার পরপরই আগুন আগুন বলে চিৎকার শুনতে পান যাত্রীরা। এরপর ট্রেনটি থামিয়ে দেয়া হয়।

গভীর রাতে ট্রেনে যাত্রী কম থাকায় সবাই নেমে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আহত হয়েছে চার জন।

খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে যায় ক, খ ও গ নাম্বার বগি।

ফিরতি যাত্রায় যমুনা এক্সপ্রেসের তিন ঘণ্টা বিলম্ব হলেও ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, হরতালের আগের রাতে রাজধানীর গুলিস্তান, আগারগাঁও, ধানমন্ডিসহ কয়েকটি স্থানে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে কাভার্ডভ্যান এবং জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কেও পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি