ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

জামালপুরে বন্যহাতি উদ্ধার প্রক্রিয়া অব্যাহত

প্রকাশিত : ১৫:২১, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:২১, ৭ আগস্ট ২০১৬

জামালপুরে বন্যার পানিতে ভেসে আসা বন্যহাতি উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। হাতির আক্রমণের ভয়ে আতঙ্কিত এলাকাবাসী। ৬ দিন ধরে জামালপুরের সরিষাবাড়ির উত্তর চুনিয়ার পটল গ্রামে বন্যার পানিতে অবস্থান করছে হাতিটি। খাবার সন্ধানে লোকালয়ে প্রবেশের চেষ্টা করছে এবং বাড়ীঘর ভাংচুর করছে। আক্রমণের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এলাকারা বাসিন্দারা। এদিকে হাতিটি উদ্ধারে সব ধরণের কৌশল ব্যবহার করছে দুই দেশের উদ্ধারকারী দল। উদ্ধারের পর চিকিৎসার জন্য হাতিটিকে কিছুদিন সাফারী পার্কে রাখা হবে। পরে ভারতে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি