ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

জামালপুরে শুরু হয়েছে জামাই মেলা

প্রকাশিত : ১১:৪৮, ১৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৫৬, ১৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

জামালপুরে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী জামাই মেলা। জেলার সদর উপজেলার গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে চলছে ঐতিহ্যবাহী এই মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে জামাইরা তাদের পরিবার পরিজন-সহ মেলায় অংশ নিচ্ছেন। জামাইদের সমাদর করতে হরেক রকমের মিষ্টি, জিলাপী, নানা প্রসাধনী, ঘর সাজানোর জিনিসপত্র কোনো কিছুরই কমতি নেই ঐতিহ্যবাহী এই মেলায়। প্রতিবছরই জামালপুর-সহ আশপাশের কয়েকশ গ্রামের জামাইরা তাদের পরিবার নিয়ে বেড়াতে আসেন এই মেলায়। জামালপুরের গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া ব্যতিক্রম ধর্মী এই মেলা নিয়ে আশাবাদী মেলা উদযাপন কমিটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি