ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জামায়াত প্রার্থীদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ১৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৯:০৮, ১৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।         
 
আজ সোমবার তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী এ রিট দায়ের করেন।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ রিট আবেদনের ওপর বিকেলে শুনানি অনুষ্ঠিত হবে।      

রিটকারীর পক্ষে আইনজীবী হিসেবে আছেন ব্যারিস্টার তানিয়া আমীর। তিনি বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, নিবন্ধনহীন একটি রাজনৈতিক দলের প্রার্থীরা কিভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হন- এ যুক্তিতে রিটটি দায়ের করা হয়েছে।    

তিনি বলেন, আজ বিকেলে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।     

এরআগে তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হয়।     

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই জোটের শরিকদের মধ্যে সবচেয়ে বেশি আসনে জামায়াতকে ছাড় দিয়েছে বিএনপি। ২০-দলীয় শরিক দল জামায়াতে ইসলামীকে ২২টি আসন দেওয়া হয়েছে। এছাড়া আরও তিনটি আসন উন্মুক্ত রাখা হয়েছে।    

এসি 
     


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি