ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

জামায়াত বিএনপি’র সুরে কথা বলছেন প্রধান বিচারপতিঃ খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫:৩৮, ৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৩৮, ৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

প্রধান বিচারপতি জামায়াত বিএনপি’র সুরে কথা বলছেন বলে আবারো মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। রোববার সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। এছাড়া বিএনপি সম্মেলনের নামে তামাশা করছে মন্তব্য করে ওয়ান ইলেভেনের কুশীলবদের বিচার দাবি করেন আওয়ামী লীগ নেতারা। ঐতিহাসিক সাত মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ সফল করতে বঙ্গবন্ধু এভিনিউয়ে বর্ধিত সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এতে প্রধান বিচারপতির কর্মকা-ের কড়া সমালোচনা করার পাশাপাশি মীর কাশেম আলীর সর্বোচ্চ শাস্তির প্রত্যাশার কথা জানান খাদ্যমন্ত্রী। একই অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, সম্মেলন নিয়ে বিএনপি নাটক করে বিশৃংখলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এছাড়া ওয়ান-ইলেভেনের কুশীলবদের বিচারও দাবি করেন তারা । সাত মার্চের জনসভা সফল করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানান তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি