ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

জার্মানিতে গাড়ি হামলা, নিহত চার   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৪, ৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:০৭, ৮ এপ্রিল ২০১৮

জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুনস্টারে পথচারীদের ওপর একটি গাড়ি তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায়  এ পর্যন্ত অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোও অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।  

জার্মানির পুলিশ বলছে, যে গাড়ী চালক এই কাজ করেছে, সে ঘটনার পর আত্মহত্যা করে। তবে জার্মান পুলিশ এ হামলার ঘটনাটিকে এখন পর্যন্ত `সন্ত্রাসবাদী হামলা` বলে বর্ণনা করেনি।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় পথচারীদের ওপর চলন্ত গাড়ি তুলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। গত বছর ব্রিটিশ পার্লামেন্ট সংলগ্ন ওয়েস্টমিনিস্টার ব্রিজে একটি গাড়ি পথচারীদের ওপর তুলে দেওয়া হয়।

২০১৬ সালের ডিসেম্বরে জার্মানির রাজধানী বার্লিনের ক্রিসমাস মার্কেটে চালানো লরি হামলায় নিহত হন ১২ জন।

সূত্র: বিবিসি

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি