ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জার্মানি ফুটবলার ক্যাকাউ‘র জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:১৮, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:১৮, ২৭ মার্চ ২০১৬

জেরেনিমো ক্যাকাউ জার্মানি ফুটবল দলের স্ট্রাইকার। ব্রাজিলের সাও পাওলোতে ১৯৮১ সালের ২৭শে মার্চ ক্যাকাউয়ের জন্ম। জেরেনিমো ক্যাকাউয়ের জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম ক্লাউডিমির জেরেনিমো ক্যাকাউ। ফুটবল ভক্তদের কাছে ক্যাকাউ নামেই সুপরিচিত । জন্মসূত্রে ব্রাজিলের নাগরিক তিনি। জার্মানি ফুটবল দলে যোগ দিতেই ২০০৯ সালের ফেব্রুয়ারীতে ক্যাকাউকে জার্মানীর নাগরিকত্ব দেয়া হয়। ঐ বছরই জার্মানী জাতীয় দলে যোগ দেন এই দক্ষ স্ট্রাইকার। পরের বছরই ফিফা বিশ্বকাপে অংশ নেন ৩২ বছর বয়সী এই ফুটবল তারকা। ক্যাকাউ জার্মানীতে ফুটবল ক্যারিয়ার শুরু করেন ২০০০ সালে ঘরোয়া ক্লাবে খেলার মধ্য দিয়ে। জার্মান বুন্দেসলিগার হয়ে খেলার দ্বিতীয় ম্যাচেই দুটি গোল করে নির্বাচকদের দৃষ্টি কাড়েন ক্যাকাউ। ২০০৩ সাল থেকে ২০১৪সাল পর্যন্ত খেলেছেন স্ট্রটগার্ড ক্লাবে। ঐ ক্লাবের হয়ে ৭৯টি গোল করেছেন তিনি। ২০১৫তে ওসাকা দলে যোগ দেন এ ফুটবলার। কিন্তু পরের  মৌসুমেই আবার  ফিরে আসেন পুরোনো ক্লাব স্টুটগার্ডে। ভালো পারফর্মেন্সের কারণে খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক অঙ্গণের নজরে আসেন এই ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার ফুটবলার। ২০০৯ সালে ক্যাকাউকে জাতীয় দলে নিয়ে আসেন তৎকালীন কোচ জোয়াকিম লো। দলে অভিষেক হয় একটি প্রীতি ম্যাচে অংশ নেয়ার মধ্য দিয়ে। দলের হয়ে এ পর্যন্ত ২৩টি ম্যাচে অংশ নিয়েছেন ক্যাকাউ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি