ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জালিয়াতির অভিযোগ তুলে সিন্ধুর সেনেট নির্বাচন বর্জন পিটিআইয়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ৫ এপ্রিল ২০২৪ | আপডেট: ২০:৪০, ৬ এপ্রিল ২০২৪

নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির অভিযোগ এনে সিন্ধুর সেনেট নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা- তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে করাচিতে এক সংবাদ সম্মেলনে বয়কটের ঘোষণা দেন দলটির নেতা হালিম আদিল শেখ।

জিও নিউজ জানিয়েছে, সিন্ধু বিধানসভা থেকে পিটিআই সমর্থিত প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি সংবাদ সম্মেলনে তুলে ধরেন আদিল শেখ। নির্বাচনের ফলাফলে জালিয়াতি হতে পারে বলে তিনি দাবি করেন। পিটিআইয়ের এই নেতা বলেন, তার দল সমর্থিত ছয় প্রার্থী সিন্ধু সেনেটের জন্য প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও তারা নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে বর্তমান সরকারের সমালোচনা করেন তিনি।

আসন্ন এই নির্বাচনে ১৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার এবং নারীদের সংরক্ষিত আসনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) অপ্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিজয়ের সম্ভাব্য সমস্ত পথ খোলা থাকার পরিস্থিতির মধ্যে এই বয়কটের ডাক দেয় পিটিআই। পিপিপি সেনেট নির্বাচনে সৈয়দ মাসরুর আহসান, সৈয়দ কাজিম আলী শাহ এবং রুবিনা কাইমখানিসহ ১১ জন প্রার্থীকে মনোনীত করে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) সাধারণ আসনে আমির ওয়ালিউদ্দিন চিশতীকে একমাত্র প্রার্থী হিসেবে দাঁড় করায়। পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা যেমন- মেহজাবীন রিয়াজ ও মীর রাজা খান জাখরানিও প্রাথমিকভাবে সেনেট নির্বাচনের লড়াইয়ে নামেন। কিন্তু পরে নির্বাচনী দৌড় থেকে সরে গেছেন। 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি