ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন কর্মীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের

প্রকাশিত : ১৪:১০, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:১০, ৩০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Savarজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন কর্মীকে অপহরণ ও পরে পাশবিক নির্যাতনের অভিযোগে আশুলিয়া থানায় মামলা করেছেন ক্যান্টিন মালিক মো. মানিক মিয়া। গতকাল মঙ্গলবার গভীর রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। ক্যান্টিন মালিক জানান রোববার রাতে কিশোরী মেয়েটি কাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কাছে তার এক বান্ধবীর বাসায় বেড়াতে যায়। সেখানে ‘অসামাজিক’ কার্যকলাপ চলছে অভিযোগে ভোরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য লেহাজ উদ্দিনের বখাটে ছেলে সুজন ও তার বন্ধু ফজলুল, মানিকসহ তিন যুবক মেয়েটিকে অস্ত্রের মুখে পাশবিক নির্র্যাতন করে। পরে তারা ওই কিশোরীর পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিনুল কাদির জানান, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি