ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪১ দিনের ছুটি ঘোষণা

প্রকাশিত : ১৮:১৩, ১ মে ২০১৯

মে দিবস, গ্রীষ্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা, রমজান, জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১ মে) থেকে এ ছুটি শুরু হয়ে আগামী ১০ জুন পর্যন্ত চলবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, মে দিবস, গ্রীষ্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা, রমজান, জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পূর্ব নির্ধারিত ছুটি একদিন বৃদ্ধি করে ১ মে থেকে ১০ জুন করা হয়েছে। এর আগে ছুটি ছিল ১ মে থেকে ৯ জুন পর্যন্ত। এছাড়া অফিসসমূহ আজ, ১৮ মে ও ২৬ মে থেকে শুরু হয়ে ১০জুন পর্যন্ত বন্ধ থাকবে।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি