ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জাহাঙ্গীর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ২৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:২১, ২৬ নভেম্বর ২০১৮

রাজধানীর কারওয়ানবাজারের জাহাঙ্গীর টাওয়ারের পাশের গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একুশে টেলিভিশন ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলায় আগুন লেগেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গ্যাসের চুলায় ব্যবহৃত সিলিন্ডারে এই আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর টাওয়ারের পাশের গলিতে রয়েছে বেশ কিছু অবৈধ চায়ের দোকান। যেখান থেকে গ্যাসের চুলায় ব্যবহৃত সিলিন্ডারে এই আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন নিচ ও দ্বিতীয় তলা থেকে আশপাশে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

ভিডিও :

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি