ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

জিএসকে বাংলাদেশের চেয়ারম্যান মাসুদ খান

প্রকাশিত : ১১:০৯, ২৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:৫৯, ২৪ এপ্রিল ২০১৯

সম্প্রতি জিএসকে বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন মাসুদ খান। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি তিনি জিএসকেতে যোগ দিয়েছেন।

বাংলাদেশের শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানিগুলোয় প্রায় চার দশক কাজের অভিজ্ঞতা রয়েছে স্বনামধন্য এ পেশাদার হিসাববিদের।

বর্তমানে তিনি ক্রাউন সিমেন্ট গ্রুপ বাংলাদেশের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস এবং ভিয়েলাটেক্স লিমিটেডের একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর।

মাসুদ খান গত ৩৮ বছর ধরে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের একজন শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন।

তিনি লাফার্জহোলসিম বাংলাদেশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে ১৮ বছর কাজ করেছেন। এছাড়াও, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশে তিনি ফাইন্যান্স এবং এ সম্পর্কিত বিষয়ে ২০ বছর দেশে-বিদেশে কাজ করেছেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রী নেওয়া মাসুদ ১৯৭৭ সালে চার্টার্ড একাউন্টেন্সি পরীক্ষায় ভারত থেকে রৌপ্য পদক অর্জন করেন। বিজ্ঞপ্তি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি