জিএসপি সুবিধার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র : অর্থ উপদেষ্টা
প্রকাশিত : ১৬:০৯, ২৫ আগস্ট ২০২৪
যুক্তরাষ্ট্রের দেয়া শর্তপূরণ হলে জিএসপি সুবিধা ফিরে পাওয়া যাবে এমন আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। রবিবার বাংলাদেশ সচিবালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হ্যালেন লাফেভের সঙ্গে পোশাকখাতে জিএসপি নিয়ে আলোচনায় এমন তথ্য উঠে আসে।
উপদেষ্টা বলেন, শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবিষয়ে দ্রুত সমাধান হবে বলে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হ্যালেন লাফেভকে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা। বৈঠকে বিদ্যুৎ ও জলবায়ু নিয়েও আলোচনা হয় বলে জানান সালেহ উদ্দিন আহমেদ।
এদিকে, কর্ম পরিবেশ উন্নত করার শর্ত দিয়ে ২০১৩ সালের জুনে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করে যুক্তরাষ্ট্র। দেশটির বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপির উপর নিষেধাজ্ঞা আরোপের এতদিন পেরিয়ে গেলেও এখনো এই সুবিধা ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ।
কেআই//
আরও পড়ুন