জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে সিঙ্গাপুরে, শনাক্ত ৩৮
প্রকাশিত : ১৫:০১, ৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০১, ৩ সেপ্টেম্বর ২০১৬
সিঙ্গাপুরে বাড়ছে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন করে শনাক্ত করা হয়েছে আরো ৩৮ জনকে।
এ’ নিয়ে দেশটিতে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯ জনে। যৌথ বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় পরিবেশ বিষয়ক সংস্থা- এনইএ জানায়, আক্রান্তদের মধ্যে ৩৪ জনই পূর্বাঞ্চলীয় আলজুনাইদ এলাকার বাসিন্দা। তবে, বাকি ৪ জন ভিন্ন এলাকা থেকে ভাইরাসে আক্রান্ত হয়েছে। ভাইরাস যাতে নতুন করে অন্য এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আরো সর্তক হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি মশা নিধন কার্যক্রমও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন