ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জিকা ভাইরাস প্রতিরোধে জরুরী বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত : ১৮:৫৩, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:৫৩, ১ ফেব্রুয়ারি ২০১৬

zikaজিকা ভাইরাস প্রতিরোধে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নিতে জরুরী বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বৈঠকেই সিদ্ধান্ত নেয়া হবে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী জরুরী অবস্থা ঘোষণা করা হবে কিনা। এছাড়া গর্ভবতী মায়েদেরও এ ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ উদ্যোগ নেবে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ি, মধ্য ও দক্ষিণ আমেরিকার ২৩টি দেশে ছড়িয়ে পড়েছে জিকা ভাইরাস। আক্রান্ত হয়েছে চার লাখেরও বেশি মানুষ। এরমধ্যে ব্রাজিলে এ ভাইরাসের প্রভাবে কমপক্ষে ৪ হাজার বিকলাঙ্গ শিশুর জন্ম হয়েছে। কলোম্বিয়ায়ও ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি