ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘জিগরা’ ডুবাল আলিয়াকে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ১১ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বক্স অফিসে ফ্লপ তকমা পেল আলিয়া ভাটের ‘জিগরা’। শুধু তা-ই নয়, ছবিটি তৈরি করতে যা খরচ হয়েছে, বাজেটের সেই অর্থটুকুও ফেরত ওঠেনি। এতেই নাকি বেশ হতাশ অভিনেত্রী। করণ জোহরের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছিলেন আলিয়া।

শোনা যাচ্ছে, এবার দক্ষিণি সিনেমায় মন দিতে চলেছেন অভিনেত্রী। ‘কাল্কি’ খ্যাত নাগ অশ্বিনের পরবর্তী সিনেমায় অভিনয় করতে চলেছেন আলিয়া। নারীকেন্দ্রিক এই ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে। হায়দরাবাদের প্রযোজনা সংস্থা বৈজন্তী ফিল্ম ছবিটি প্রযোজনা করছে।

এদিকে ‘জিগরা’ সিনেমার ভরাডুবির পর আলিয়া ও করণকে বিতর্কের মুখেও পড়তে হয়েছিল। ছবি নির্মাতাদের বিরুদ্ধে ‘ফেক কালেকশন’ দেখানোর অভিযোগ এনেছিলেন অভিনেত্রী-প্রযোজক দিব্যা খোসলা। স্ত্রীর অপমানের জেরেই নাকি ‘অ্যানিম্যাল’ ছবির সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রণবীর কাপুর। কারণ প্রযোজক দিব্যা টি-সিরিজের মালিক ভূষণ কুমারের স্ত্রী।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি