জিফাইভ ফিল্ম ‘যদি কিন্তু তবুও’র ট্রেলার প্রকাশ
প্রকাশিত : ১৫:১৩, ২২ মার্চ ২০২১ | আপডেট: ২২:০১, ২৪ মার্চ ২০২১
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ওটিটি প্লাটফর্ম জিফাইভ গ্লোবাল তাদের বাংলাদেশে নির্মিত চতুর্থ ওয়েব সিনেমা ‘যদি কিন্তু তবুও’র ট্রেলার প্রকাশ করেছে। এক মিনিটের এ ট্রেলারের মাধ্যমে দর্শকরা সতেজ প্রেমের গল্পের একটি ঝলক পাবেন। জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালক শিহাব শাহীনের ‘যদি কিন্তু তবুও’ একটি হালকা মেজাজের রোমান্টিক কমেডি। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং নুসরাত ফারিয়া।
‘যদি কিন্তু তুবও’ সিনেমাটির খেতাব দেয়া হয়েছে ‘বাংলাদেশী ওয়েডিং অব দি ইয়ার’ বা ‘বছরের সেরা বিয়ে’। আবির এবং প্রীতির নিখুঁত প্রেমের গল্প ঘিরে আবর্তিত হয় ঘটনাক্রম। শহরের পরিবেশে তারা এক জটিল পরিস্থিতি এবং উথাল পাতাল অনুভূতির মুখোমুখি হয়।
ওটিটি প্ল্যাটফর্মে এই প্রথমবার অপূর্ব এবং ফারিয়াকে একসাথে দেখতে পাবেন দর্শকরা। এছাড়া সিনেমটিতে আছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান, সাবেরী আলম, নাজিবা বাশার এবং আমান রেজা। জিফাইভ-এর এ সিনেমাটি উপস্থাপন করেছে ইভালি এবং সহকারী উপস্থাপনায় রয়েছে গোদরেজ গুড নাইট।
জিফাইভ বাংলাদেশ সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে মঙ্গলবার। এরপর আজ এক মিনিটের ট্রেলার প্রকাশ করা হয় যা মূল চরিত্র আবির এবং প্রীতির বৈচিত্র্যময় জগতের দিকে দৃষ্টি ফেরায়।
সিনেমার ট্রেলার প্রকাশ উপলক্ষে জিফাইভ গ্লোবাল-এর চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, মাইনকার চিপায়, ডব্লিউটিফ্রাই এবং কনট্রাক্টসহ আমাদের সব বাংলা অরিজিনাল দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আমাদের সর্বশেষ ফিচার ফিল্ম ‘যদি কিন্তু তুবও’ ট্রেলার প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। এটি একটি মজার রোমান্টিক কমেডি। এখানে রয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বহু মেধাবী শিল্পী। আমরা স্থানীয় প্রতিভাবানদের কাজে লাগিয়ে সমৃদ্ধ, বৈচিত্রময় এবং আকর্ষণীয় কাহিনী নির্মাণ করতে চাই। আর এর মাধ্যমে আমরা তাদেরকে আন্তর্জাতিক দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই যা আমাদের লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ। সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ কনট্রাক্ট-এর মতই ‘যদি কিন্তু তবুও’ দর্শকরা উপভোগ করবেন বলে আমার প্রত্যাশা।”
দর্শকরা গুগল প্লে স্টোর অথবা আইওএস এ্যাপ স্টোর থেকে জি-ফাইভ এ্যাপ ডাইনলোড করতে পারবেন। এ ছাড়া www.ZEE5.com ওয়েবসাইটেও জি-ফাইভ পাওয়া যায়। এ ছাড়া স্যামসাং স্মার্ট টিভি, এইপল টিভি, এন্ড্রয়েড টিভ এবং এ্যামাজন ফায়ার টিভিতেও পাওয়া যায় জি-ফাইভ এ্যাপ।
জি-ফাইভ অরিজিনাল যদি কিন্তু তবুওর প্রিমিয়ার হবে ১ এপ্রিল, ২০২১। ট্রেলার লিঙ্ক: https://bit.ly/ZEE5JKTTrailerBD
‘যদি কিন্তু তবুও’ মুক্তি পাবে ১লা এপ্রিল। বাংলাদেশী দর্শকরা ফ্রি দেখতে পাবেন এটি।
আরকে//