ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জিম্বাবুয়ের দেওয়া ১৯৪ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ১৬ জুলাই ২০১৮

জিম্বাবুয়ের বুলাওয়েতে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে ১৯৫ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১২০ রান। বাকি ৩০ ওভারে জয়ের জন্য পাকিস্তানের চাই ৭৫ রান। হাতে আছে ৯ উইকেট।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে। ম্যাচের প্রথম ইনিংসে নির্ধারিত ৫০ ওভার থেকে চার বল বাকি থাকতেই অলআউট হয় জিম্বাবুয়ে। এর মধ্যে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৯৪ রান।

পাকিস্তানি বোলার উসমান খান আর হাসান আলীর একের পর এক উইকেট শিকারে কোণঠাসা হয়ে পরে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। স্বাগতিকদের মধ্যে হ্যামিলটন মাসাকাদজা আর মুর অর্ধশতক পেলো সম্মানজনক রান করতে পারেননি আর কোন ব্যাটসম্যানই। মাসাকাদজা ৭৫ বলে ৫৯ আর মুর ৮৬ বলে ৫০ রান করেন। শূন্য রানে আউট হয়েছে রোচে।

পাকিস্তানের উসমান আর আলী দুই জনই নেন ৭টি উইকেট (৪+৩)। অলরাউন্ডার শোয়েব মালিক নেন ১টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ২১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১২০ রান। ১১৯ রানে রান আউট হবার আগে ওপেনার ইমাম উল হক করেন ৫১ বলে ৪৪ রান।

বাবর আজমকে সাথে নিয়ে ৮০ বলে ৭৯ রান করা আরেক ওপেনার ফাখার জামান আছেন অপরাজিত।

//এস এইচ এস// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি