ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

জিরুদের গোলে মিলানের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২৩

ইতালিয়ান ফুটবল লিগে অলিভিয়ার জিরুদের একমাত্র গোলে তুরিনোর বিপক্ষে পূর্ণ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠলো এসি মিলান।

ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলে দ্যা রোজানেরিরা। দারুণ কিছু সুযোগ তৈরি করেও নিখুঁত ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। 

প্রথমার্ধের শেষদিকে ভালো সুযোগ পায় তুরিনো, তবে নাপোলি গোলরক্ষকের দারুণ দক্ষতায় জালের দেখা পায়নি তারাও। 

ফলে গোলশূণ্য ড্র-তেই বিরতিতে যায় দু’দল। 

বিরতির পর নাপোলির হয়ে ডেডলক ভাঙেন অলিভিয়ার জিরুদ। ৬২ মিনিটে থিও হার্নান্দেসের বাড়ানো বল দারুণ হেডে জালে জড়ান তিনি। 

বাকি সময় আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে এসি মিলানা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি