ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

জিরোনাকে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১ অক্টোবর ২০২৩

স্প্যানিশ লা লিগায় জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল।

খেলা প্রতিপক্ষের মাঠে হলেও শুরু থেকে প্রভাব বিস্তার করে লস ব্লাঙ্কোরা। একের পর এক আক্রমণ ঠেকাতে দিশেহারা হয়ে পরে জিরোনা ডেফেন্স। 

১৭ মিনিটে জুড বেলিংহামের বাড়ানো বলে দলকে এগিয়ে দেন জোসেলু। এর চার মিনিট পর ব্যবধান বাড়ান চুয়ামেনি। এই দুই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে রিয়াল। 

দ্বিতীয়ার্ধে একই ধারায় খেলে আরও একটি গোলে পায় অ্যানচেলত্তির শিষ্যরা। 

এ জয়ে ৮ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দুইয়ে। আর টানা ছয় জয়ের পর রিয়ালের কাছে হেরে যাওয়া জিরোনা ১৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি