ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জিৎ- এর আইনজীবী মিম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ২৪ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:৩৪, ২৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

‘সুলতান দ্য সেভিয়ার’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এই ছবিতে নায়ক চরিত্রে আছেন কলকাতার জিৎ। সুলতানের বিপরিতে মিম অভিনয় করবেন একজন প্রতিবাদী নারী আইনজীবী হিসেবে। এমন নারী আইনজীবী চরিত্রে প্রথমবার দেখা যাবে বাংলাদেশি এই অভিনেত্রীকে। 

‘সুলতান দ্য সেভিয়ার’ চলচ্চিত্রটি যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক রাজা চন্দ্র। ভারতের সুরিন্দ্রর ফিল্ম এবং জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিত ফিল্ম যৌথভাবে প্রযোজনা করবে সিনেমাটি।

জানা যায়, সুলতানে জিৎকে একেবারে নতুন লুকে দেখা যাবে। যেভাবে আগে কখনো দেখা যায়নি! এই সিনেমায় নায়ককে তিনটি চরিত্রে দেখা যাবে। যার একটি ট্যাক্সি ড্রাইভার। সিনেমার অপর অভিনেত্রী প্রিয়াঙ্কাকে সহজ-সরল, হইচই পছন্দ করা একজন মেয়ের চরিত্রে দেখা যাবে। যে নিজের চেয়েও চারপাশের ব্যাপার নিয়ে বেশি চিন্তা করে এবং তাতে জড়িয়ে পড়ে। 

সব মিলিয়ে জিৎ-এর সুলতান হতে যাচ্ছে পুরোপুরি বিনোদন নির্ভর একটি কমার্শিয়াল সিনেমা। সিনেমায় যেমন অ্যাকশন আছে, তেমন ইমোশনও আছে। সব শ্রেণীর দর্শকদের ছবিটি ভালো লাগবে। আগামী ঈদে ছবিটি মুক্তি পেতে পারে। 

কলকাতায় মুক্তির পাশাপাশি সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশেও এটি মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি