ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বেগম জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৭:০৬, ৩০ মে ২০১৭

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকীতে তার সমাধিতে ফূল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে রাজধানীর বিভিন্নস্থানে দুস্থদের মাঝে খাবার ও কাপড় বিতরন করেন তিনি। এর আগে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপিকে বাইরে রেখে কোন নির্বাচন গ্রহনযোগ্য হবে না।

জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকে দলের নেতা কর্মীরা।
পরে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরন, নগদ টাকা এবং পোশাক বিতরন করেন খালেদা জিয়া।

এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের জন্য সমান্তরাল পথ তৈরী না করে নির্বাচন কমিশনের রোডম্যাপ অর্থহীন। আর মওদুদ আহমদ বলেন, একদলীয় নির্বাচন করতে কোন আলোচনা ছাড়াই রোডম্যাপ ঘোষনা করেছে কমিশন।
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বুধবারও দুস্থদের মাঝে খাবার বিতরন করবেন খালেদা জিয়া।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি