ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

জিয়ার সমাধিতে নেতার পাঞ্জাবী ছিঁড়লেন কর্মীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ১ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৭:৩৩, ১ সেপ্টেম্বর ২০১৯

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন বিএনপির দুগ্রুপের নেতাকর্মীরা। এ সময় ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাছিত আঞ্জুর পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন প্রতিপক্ষ নেতাকর্মীরা।

আজ রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানস্থ জিয়ার মাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাধিতে ফুল দিতে যায় তারা।

জানা গেছে, দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর সমাধিতে ফুল দিতে যান ঢাকা মহানগরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন করে দলের জ্যেষ্ঠ নেতারা চলে যাওয়ার পর ফুল দেয়া নিয়ে হাতাহাতি হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির দুগ্রুপের মধ্যে। এ সময় একে অপরকে কিলঘুষি মারেন তারা। এর এক পর্যায়ে লাঞ্ছিত হন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাছিত আঞ্জু, তার পাঞ্জাবিও ছিঁড়ে ফেলা হয়। পরে খালি গায়ে জিয়ার মাজার এলাকা ত্যাগ করতে দেখা যায় তাকে।

এদিকে বিএনপি নেতা আঞ্জুকে লাঞ্ছনার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম রাজ্জাক। এ সময় তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সাবেক ছাত্রনেতা নগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জুকে যারা লাঞ্ছিত করেছে তাদের সবাইকে আওয়ামী লীগের দালাল বলে দাবি করেন।

এনএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি