ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জিয়া সেদিন আমাকে ৩২ নম্বরে ঢুকতে দেয়নি: শেখ হাসিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ৩০ জুন ২০১৮ | আপডেট: ১৩:৫২, ৩০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

৩০ জুলাই যেদিন বাংলার মাটি থেকে বিদেশ গিয়েছিলাম সেদিন সবাই ছিল। কিন্তু যেদিন ফিরে এলাম সেদিন কেউ নেই। চোখের সামনে বনানীতে সারি সারি কবর। ফিরে এসে ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকতে গিয়েছি। সেদিন জিয়াউর রহমান আমাকে ৩২ নম্বরে ঢুকতে দেয়নি। রাস্তায় বসে বাবা মায়ের জন্য দোয়া করেছি।

আজ গণভবনে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমার আপন কেউ নেই। কিন্তু আপন হিসেবে পরিবার হিসেবে পেয়েছি আওয়ামী লীগকে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে।

প্রধানমন্ত্রী এ সসময় স্মৃতিচারণ করে বলেন, আমি ছাত্র রাজনীতি করেছি স্কুল জীবন থেকে। ইডেন কলেজ ছাত্রসংসদের ভিপি ছিলাম। ১৯৬২ সাল থেকে মিছিলে গিয়েছি। কিন্তু এতবড় একটা দল চালাব তা কখনো ভাবেনি। এই তৃণমূলই আমাকে নেতৃত্ব দিয়ে সহায়তা করে আসছে

উল্লেখ্য, ১৯৭৫ সালে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয় তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে ছিলেন। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে দলের দায়িত্ব নেন।

/ আ আ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি