জি২০ সভাপতিত্বে ‘অনন্য দৃষ্টিভঙ্গি’ গ্রহণ করেছে ভারত: জয়শঙ্কর
প্রকাশিত : ২০:৩২, ৬ আগস্ট ২০২৩
জি২০ গ্রুপের একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা তুলে ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত এই গ্রুপের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালীন একটি অনন্য দৃষ্টিভঙ্গি বা পন্থা গ্রহণ করেছে, যা মানুষের সঙ্গে আরও বেশি সম্পর্ক তৈরি করে।
কর্ণাটকের মাইসুরুতে মঙ্গলবার থিংক২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে এক ভার্চুয়াল বক্তৃতায় তিনি একথা জানান।
জি২০-তে ভারতের সভাপতিত্ব নিয়ে জয়শঙ্কর বলেন, “কিছু অর্জন হয়েছে, কিছু কাজ চলছে এবং কিছু প্রত্যাশাও রয়েছে।”
থিংক২০ বা টি২০ হল জি২০ এর একটি অফিসিয়াল গ্রুপ, যেটি থিংকট্যাঙ্ক ও উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে প্রাসঙ্গিক বিষয়ে নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। জি২০তে ভারতের সভাপতিত্বের মেয়াদে টি২০ এর সেক্রেটারিয়েট হিসেবে কাজ করছে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন।
থিংক২০ শীর্ষ সম্মেলনের সেশনে এর সভাপতি রাষ্ট্রদূত সুজন চিনয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে উল্লেখযোগ্য নেতা হিসেবে অ্যাখ্যা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ভারতের শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য তাকে কৃতিত্ব দেন চিনয়।
কেআই//
আরও পড়ুন