ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

জি-২০ সম্মেলন শুরুর আগে জার্মানীতে বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ৭ জুলাই ২০১৭ | আপডেট: ১২:০৪, ৭ জুলাই ২০১৭

ছবি : জার্মানীর হামবুর্গে বিশ্বব্যাপী বিরাজমান বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ

ছবি : জার্মানীর হামবুর্গে বিশ্বব্যাপী বিরাজমান বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ

 আজ জার্মানির হামবুর্গে শুরু হবে বিশ্বের সমৃদ্ধশালী দেশগুলোর সংগঠন জি-২০’র সম্মেলন। ইতোমধ্যে এই সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিনসহ বিশ্ব নেতারা এখন জার্মানিতে রয়েছেন।

সম্মেলনে শুরুর আগেই আয়োজক দেশের হামবুর্গে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ-সংঘর্ষ। প্রতিবাদকারীরা `ওয়েলকাম টু হেল`, অর্থাৎ `দোযখে আপনাকে স্বাগত` শিরোনামে মিছিলের আয়োজন করে। এসময় তারা বিশ্বনেতাদের এ সম্মেলনকে `গণতন্ত্র বিরোধী` বলেও উল্লেখ করেছে। এতে অংশ নেয় প্রায় ১২ হাজার মানুষ।

বিক্ষোভের এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে প্রায় ১৫ জন পুলিশ সদস্য আহত হয়। বিক্ষোভকারীদের মতে, বৈষম্য দূর করতে সরকার প্রধানরা যেন আরো মনোযোগী হন। এটি মনে করিয়ে দেয়াই তাদের মূল উদ্দেশ্য।

বিক্ষোভকারী একজন বলেন, ‘আমি জি-২০ সম্মেলনের বিরোধী কারণ তারা অন্য দেশগুলোর জন্য নিজেরাই সিদ্ধান্ত নিতে চায়। তারা গণতান্ত্রিক নয়।’

জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্যসহ বেশ কিছু ইস্যুতে জি-টুয়েন্টি সম্মেলনের নেতাদের মধ্যেও মতবিরোধ রয়েছে।

এদিকে জি-২০ সম্মেলনের আগেই জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে দেখা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তারা উত্তর কোরিয়া, মধ্যপ্রাচ্য সংকট ও ইউক্রেন সমস্যা আলোচনা করেন। তবে, গত সপ্তাহে মের্কেল বলেছিলেন, এবারের জি-২০ প্যারিস জলবায়ু চুক্তি বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণের পর আজই প্রথমবারের মত রুশ প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। বিপরীত মেরুর প্রভাবশালী এই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক কতখানি সফল হবে তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

//আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি