ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জীবন দিয়ে হলেও ভোট কারচুপি ঠেকাবো: হাসান সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ২৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার আশাবাদ ব্যাক্ত করে বলেছেন, যদি ন্যূনতম সুষ্ঠু নির্বাচনও হয়, তবে সম্মানজনক ভোটের ব্যবধানে জয়ী হবো। ভোটারদের যেকোনো মূল্যে ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেছেন, ‘ভোটের দিন যত ঝড়-বৃষ্টি ও বাধা থাকুক না কেন, আপনারা কেন্দ্রে ভোট দিতে আসবেন। নিজের জীবন দিয়ে হলেও ভোট কারচুপি ঠেকাবো।

তিনি আজ রোববার বেলা ১১টার দিকে মহানগরীর টঙ্গীতে বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে বলছে, জাহাঙ্গীরের সঙ্গে দেখা করো, নয় তো এলাকা ছেড়ে পালাও। আমাদের নেতাকর্মীদের জীবনের কোনো নিরাপত্তা নেই। গণহারে গ্রেফতার করা হচ্ছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সালাহ উদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহরাব উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি প্রভাষক বশির উদ্দিন প্রমুখ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি