জীববৈচিত্র্যের সমাহার বর্ষিজোড়া ইকোপার্ক (ভিডিও)
প্রকাশিত : ১৭:০৪, ২৭ মার্চ ২০১৯
মৌলভীবাজার শহরের অদুরে বর্ষিজোড়া ইকোপার্কটি যেনো জীববৈচিত্র্যের সমাহার। পার্কটিতে রয়েছে নানা ধরনের প্রাকৃতিক উদ্ভিদ ও বৃক্ষরাজি। আছে নানা রকম পাখি। কিন্তু বনবিভাগের লোকবলসংকট ও নিরপত্তার অভাবে পার্কটি পর্যটকশূন্য হয়ে পড়ছে। তবে পর্যটকদের ফেরাতে দ্রুতই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী।
চায়ের দেশ মৌলভীবাজার শহর থেকে মাত্র এককিলোমিটার দূরে ছোট ছোট টিলা নিয়ে গড়ে উঠেছে বর্ষিজোড়া ইকোপার্ক। শতবর্ষী লালমাটির এ বনে আছে হরেক রকমপাখি। জীববৈচিত্র্যে ভরপুর বনটিকে ২০০৬ সালে ইকোপার্ক ঘোষনা করে বনবিভাগ।
পর্যটকদের জন্য এখানে স্থাপন করা হয় দৃষ্টিনন্দন গেট, গোলঘর, ইকোকটেজ, টয়লেট, টিকিট কাউন্টার,ওয়াচটাওয়ার। কিন্তু নিরাপত্তা ও উন্নয়নের অভাবে আজো এটি পর্যটক বান্ধব হয়ে ওঠেনি। সঠিক রক্ষনাবেক্ষনের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে স্থাপনাগুলো।
দ্রুত এটিকে পূণাঙ্গ ইকোপার্ক হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী।
দ্রুত অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বর্ষিজোড়া পাকটি পর্যটকদের জন্য উন্মক্ত করে দেওয়ার আবেদন মৌলভীবাজারবাসীর।
আরও পড়ুন