ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জুটি বেধেছেন মিথিলা-অপূর্ব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ৬ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৪৬, ৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

গেলো ঈদে অপূর্ব ও মিথিলা অভিনয় করেছিলেন মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘ব্যাচ টুয়েন্টি সেভেন’ টেলিফিল্মে। দর্শকের অনুরোধে আবারও এই টেলিফিল্মটির সিক্যুয়াল নির্মাণে আগ্রহী হন আরিয়ান।


অপূর্ব ও মিথিলাকে নিয়ে আবারও নিজের রচনায় আরিয়ান সিক্যুয়াল হিসেবে নির্মাণ করেছেন ‘ব্যাচ টুয়েন্টি সেভেন-দ্য লাস্ট পেজ’।


পরিচালক জানান ‘ব্যাচ টুয়েন্টি সেভেন’র গল্প যেখানে শেষ, সেখান থেকেই আবার সিক্যুয়ালের গল্প শুরু। গল্পে মেহজাবিন চৌধুরীর নতুন একটি গল্পও দেখা যাবে। এরইমধ্যে অপূর্ব ও মিথিলা টেলিফিল্মটির কাজ শেষ করেছেন।


এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আরিয়ানের পরিচালনায় যে ক’টি কাজ করেছি আমি প্রত্যেকটির জন্য আমি ভীষণ সাড়া পেয়েছি।’


গত ঈদে ব্যাচ টুয়েন্টি সেভেন’র জন্যও আমি অনেক বেশি সাড়া পেয়েছি। মিথিলার সঙ্গে কাজ করাটাও আমি সবসময়ই উপভোগ করি। মিথিলা আমার খুউব ভালো একজন বন্ধু, যে কারণে আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটাও চমৎকার। সিক্যুয়ালটিতে আমাদের অভিনয় দর্শককে আরো বেশি মুগ্ধ করবে, এমনটাই প্রত্যাশা।’


মিথিলা বলেন, ‘গেলো ঈদে বেশকিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করেছিলাম। কিন্তু ব্যাচ টুয়েন্টি সেভেন’র জন্য এতো বেশি সাড়া পাবো, ভাবিনি। সত্যিই দর্শকের কাছ থেকে অভ‚তপূর্ব সাড়া পেয়ে মুগ্ধ হয়েছি আমি। যে কারণে সিক্যুয়ালে অনেক আন্তরিকতা নিয়েই অভিনয় করেছি। বারবারই আমার মনে হচ্ছে সিক্যুয়ালও দর্শকের মন ছুঁয়ে যাবে।


আসছে ঈদের তৃতীয়দিন এনটিভিতে ‘ব্যাচ টুয়েন্টি সেভেন-দ্য লাস্ট পেজ’ টেলিফিল্মটি প্রচারিত হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি