ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪

জুতা তৈরির প্রতিষ্ঠানগুলো বৈচিত্র্য আনছে জুতার ডিজাইনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ১০ জুন ২০১৭ | আপডেট: ১৯:৪৪, ১০ জুন ২০১৭

ঈদে নতুন পোশাকের মতোই অপরিহার্য নতুন জুতা। বয়স ও শ্রেণী বিবেচনায় দেশের নাম করা জুতা তৈরির প্রতিষ্ঠানগুলো বৈচিত্র্য আনছে জুতার ডিজাইনে। দাম নিয়ে বিতর্ক থাকলেও ঈদের বাজারে সন্তুষ্টি আনতে বিকল্পও নেই।
ঈদের খুশী শুরু হয় পরিবার থেকে। তেমনি বায়নাও। নতুন জামার সাথে নতুন জুতা না হলে ঈদই মাটি।
আর ঈদের বাজার সদায় করতে এসে নিজের কথা ভুলে পরিবারের অন্যদের জন্যে কেনাকাটা করতেই বেশি আনন্দ।
ক্রেতাদের জন্যই ব্যবসায়ীদের সব আয়োজন। গ্রাহক তুষ্টিতেই যত শ্রম।
অন্যদিকে জুতায় থাকতে হবে আভিজাত্য, কিংবা হতে হবে টেকসই। গ্রাহকদের প্রথম শর্তই এমন।
উপহার দেওয়া যায়, এমন জুতা তৈরির প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে দেশের জুতার বাজার।
শুধু ঈদ নয়, বছরের প্রতিটি উৎসবেই স্বকীয়তা বজায় রাখতে সজাগ প্রতিষ্ঠানগুলো।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি