ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জুনেই মঞ্চে ফিরবেন শাকিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ২৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

গলায় রক্তক্ষরণের কারণে গত নভেম্বরে ‘এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুর’ বাতিল করেছেন লেবানিজ-কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তবে গলার সমস্যা কাটিয়ে আগামী বছরের জুনেই তিনি আবারও মঞ্চে ফিরবেন বলে আশা প্রকাশ করছেন।

শাকিরা বলেন, জানুয়ারিতেই মঞ্চে ফিরবো বলে আশা করেছিলাম। কিন্তু চিকিৎসক কণ্ঠকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন।

‘এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুর’ নামক সংগীত সফরে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহরে ৩৪টি কনসার্ট করার কথা ছিলো। কিন্তু কণ্ঠে সমস্যার কারণে সেই পরিকল্পনা ভেস্তে যেতে গেছে। বাতিল করা হয়েছে ওয়ার্ল্ড ট্যুর।

ভক্তদের উদ্দেশ্যে শাকিরা বলেন, জুনে আবারও ট্যুর শুরু করতে পারবো এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকায় কনসার্ট করতে পারবো। আমি সত্যিই জুনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

 

সূত্র : আল-আরাবিয়া 

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি