ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জুভেন্টাসকে জয়ে ফেরালেন রোনালদো

প্রকাশিত : ১২:০৯, ১১ ফেব্রুয়ারি ২০১৯

ইতালিয়ান লিগ ‘সিরি আ’য় ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ নৈপুণ্যে বড় জয় পেল জুভেন্টাস। পর্তুগিজ তারকা নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়ে সাসুয়োলোর বিপক্ষে সহজেই জয় তুলে নেন।

রোববার প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জিতেছে মাসিমিলানো আললেগ্রির দল। গত সপ্তাহে পার্মার বিপক্ষে ঘরের মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-৩ ড্র করেছিল টানা সাতবারের লিগ শিরোপা জয়ীরা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের ২৩তম মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। ডি-বক্সের মুখে রোনালদোর নেওয়া জোরালো শট রুখে দিলে ফিরে আসা বল অনায়াসে জালে পাঠান জার্মান মিডফিল্ডার স্যামি খেদিরা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। মিরালেম পিয়ানিচের কর্নারে হেডে গোলটি করেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। আসরে এই নিয়ে সর্বোচ্চ ১৮ গোল করলেন তিনি।

এর পর ম্যাচের ৮৬তম মিনিটে দলের তৃতীয় গোলটি আসে রোনালদোর পাসে এমরে কানের নেওয়া কোনাকুনি শটে। বাকি সময়ে ব্যবধান কমাতে পারেননি স্বাগতিকরা। ফলে বড় জয় নিয়ে মাঠ ছড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

এ জয়ে ২৩ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৬৩। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৫২। ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি